What do you think?
Rate this book
340 pages, Paperback
First published January 1, 1927
'প্রফেসর ডয়েল'স হেড' ছিলো আলেক্সান্দর বেলায়েভের প্রথম উপন্যাস/প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি৷ নতুন ধরণের এই উপন্যাস একদম লুফে নিলো রুশ সাহিত্যপ্রেমীরা৷ কিন্তু তিন বছর বাদেই ১৯২৮ সালে প্রকাশিত হলো ‘চেলোভেক অ্যামফিবিয়া’/উভচর মানুষ৷ সায়েন্স ফিকশন আর অ্যাডভেঞ্চারের অভূতপূর্ব এক সংমিশ্রণ৷ এই উপন্যাসের মাধ্যমেই বিশ্বসাহিত্য নিজের নাম পাকাপোক্ত করেন আলেক্সান্দর বেলায়েভ৷ তখন তিনি পরিচিতি লাভ করেন রাশিয়ান জুল ভার্ন হিসাবে!
সঠিক সময়ে এই বই হাতে পেলে দ্বিগুণ মজা নিয়ে পড়তে পারতাম৷ আফসোস! উপযুক্ত অভিভাবকের বড্ড বেশি অভাব৷ যাই হোক, একদম না পড়া থেকে দেরি করে পড়া শ্রেয়! বেশ উৎসাহে নিয়েই একটানা পড়ে শেষ করেছি৷ লেখকের বর্ণনা পড়তে গিয়ে ডলফিনের পিঠে চেপে সমুদ্রের অতলে ঘুরে বেড়ানোর ইচ্ছা জেগেছে বেশ কয়েকবার৷ অনুবাদ ছিলো বেশ সাবলীল৷ সায়েন্স ফিকশন-অ্যাডভেঞ্চারের সাথে যৎসামান্য রোমান্সে বইয়ের পরিপূর্ণতা৷ সারাজীবন মনে থাকবে 'উভচর মানুষ' এর অন্যান্য স্বাদ!