এই বিপুল জনারন্যেও নেমে আসে আদিম অন্ধকার ধোঁয়াটে বাতায়ন জুড়ে নগরীর ধুলোভরা কাঁচ সন্ধ্যার বাতাসে ভেসে আসে চুলের রহস্যময় গন্ধ কার পুরনো স্মৃতিরা সব কাজ হারিয়েছে আজ অপরিচিতা সৈকত দেয় হাতছানি কে যেন আসবে বলেও আসেনি কোনো দিন ঘরে ফেরা পাখিরা করে কানাকানি আরও পড়ুনঃ জোছনায় নিভে যাওয়া নির্বাক শহর রাত দুটো তেত্রিশ
The post মার্চের মধ্যরাত্রি appeared first on শব্দমালা.
Published on March 14, 2018 15:27