কবিতা আমার আজন্ম অভিশাপ কবিতা আমার আজন্ম অভিশাপের মত, আধো ঘুমে জাগরণে তাড়া করে ফেরে প্রতি দিন কোন পাপে এ ক্ষোভ মোহ ক্ষুধা, এ সন্ন্যাসজীবন গেরস্থের বুকে কেন ডানা ঝাপটায় পরিযায়ী পাখি? রমণীর বুকে যতবার ফিরে গেছি দিন শেষে, দিনভোর কোলাহল মুছে নিতে; যতবার আমি চলে গেছি সেই পথে, যতবার চিনেছি নতুন করে চেনা সেই...
Read More
The post কবিতা আমার আজন্ম অভিশাপ appeared first on শব্দমালা.
Published on March 22, 2018 05:14