দিন যেন আর কাটতে চায় না। সম্পদের পাহাড় গুছিয়ে রাখার কাজে নেমে পড়ল বামনরা, মূল্য এবং আকার অনুযায়ী ভাগ করে রাখছে। সেই সাথে খুঁজছে আর্কেনস্টোনটা, থোরিন পই পই করে বলে দিয়েছে জিনিসটা খুঁজে বের করার জন্য। ‘ওই মহামূল্যবান পাথরটা আমার, শুধু আমার!’ বলেছে সে। ‘যদি দেখি যে কেউ ওটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে তবে […]
The post জে আর আর টোলকিনের জগদ্বিখ্যাত কল্পকাহিনী “দ্য হবিট” এর বাংলা অনুবাদ – ষোড়শ অধ্যায় appeared first on শব্দমালা.
Published on January 18, 2019 04:16