বই পড়া শুরুর তেমন গল্প না থাকলেও কিছু কারণ আছে। কারণগুলো সব একএক করে বলে যাচ্ছি।
কারণ ১-
টিভিতে নিউজ রিডারদের দেখে ছোটবেলায় ইচ্ছে করতো ‘নিউজ রিড’ করার। তাই আমি পড়ার যেটাই পেতাম সেটাই নিউজ রিডিং এর মতো সুর-তাল মিলিয়ে পড়তে শুরু করে দিতাম। একটা সময় দেখলাম, পত্রিকার বোরিং জিনিসপত্র পড়তে ভালো লাগছে না। তাই পাঠ্যবই পড়া শুরু করে দিলাম। বিছানায় সেট হয়ে বসতাম সামনে দুইটা বালিশ হচ্ছে টেবিল। আর শুরু হলো “এখন দেখবেন বিশেষ খবর.... খবরে থাকছে অমুক প্রবন্ধটি। লিখেছেন প্রমথ চৌধুরী...”
কারণ ২-
রিডিং পড়া শুরু হয়েছি...
Published on August 20, 2020 16:53